Skip to content

ছড়াঃ স্বপ্নে দেখা রাজকন্যালেখকঃ নিস চাকমা

ছড়াঃ স্বপ্নে দেখা রাজকন্যা
লেখকঃ নিস চাকমা
.
স্বপ্নে দেখা রাজকন্যা
বাস্তবে যদি পেতাম
খুশি হয়ে আমি
ভালোবাসার গান গাইতাম।
স্বপ্ন বুনে আমি
আকাশে আকাশে উড়তাম
ডুবুরি হয়ে আমি
ঝিনুক তুলে আনতাম।
নেই! নেই! নেই!
সবি ভাবনা হলো
সব কিছু বাদ
এবার খেলতে চলো।

1 thought on “ছড়াঃ স্বপ্নে দেখা রাজকন্যালেখকঃ নিস চাকমা”

  1. জয়সেন চাকমা

    জয়সেন চাকমা
    কবি পরিচিতি:
    জয়সেন চাকমা জন্ম:০৪ মে ২০০৬ খ্রী:
    জন্মস্থান: মাটিরাঙ্গা উপজেলায় ৬নং মাটিরাঙ্গা সদর ইউনিয়ন ৪নং ওয়ার্ড কিরণ কার্বারী পাড়া (ব্যাঙমারা পাড়া) গ্রামে। জেলা: খাগড়াছড়ি
    ধর্ম: বৌদ্ধ ধর্মাবলম্বী। লেখালেখি:ছোটোবেলা থেকে টুকটাক লেখালেখি। কবিতা লিখতে বড্ড ভালোবাসি। কবিতা লেখা আমার শখ। তৃতীয় শ্রেণি থেকে আমার লেখালেখি সাহিত্য জগতে প্রবেশ।
    গ্রন্থ: স্বপ্নময় ডায়েরী যৌথকাব্যগ্রন্থ।
    সম্মাননা: অনলাইন সাহিত্য পত্রিকা থেকে শতাধিক কবিতা সম্মাননা সনদ জয়ী।

মন্তব্য করুন