Skip to content

চাওয়ার শেষকাল–মাহমুদুল মান্নান তারিফ

  • by

সুবাসিনী তুমি ছিলে ভুলে ছিলে
হিয়েরে নিজের
খুঁজেছিলে কপোতীর ডানা দুটো
সুখের নিবাস
চাওয়ার শেষকালে ঠকা খেলে।

মনমাঝি হারিয়েছে লুকিয়েছে
তোমার আড়ালে
খুঁজেছিলে তুমি তারে সে তোমারে
কোনোদিন খুঁজে!
তোমাকে সে গেলো ভুলে তুমি কাঁদো।

কেঁদেকেঁদে নয়নের জলটল শেষ করে দাও,
বিছানায় শির রেখে ভাবনার গান গেয়ে যাও।

মন্তব্য করুন