Skip to content

চাঁদের দেশে — নজরুল ইসলাম খান

সবাই গেছে চাঁদের দেশে ,
চাঁদ হয়েছে সাথী ।
আমরা শুধু হা-হুতাশে
করছি কান্নাকাটি ।
সবার আছে জ্ঞান ও বিজ্ঞান ,
আমাদের চামচামি ।
চামচা থেকে বিজ্ঞানী হয় ,
কার এত পাগলামি ।
জ্ঞান-বিজ্ঞানে মান-সম্মান নাই,
যত থাক অবদান।
সামান্য প্রশংসা করে
দিতে চায় না প্রতিদান ।
কেউ হয় না তাই আবিষ্কারক,
দার্শনিক -গবেষক ।
সবাই কেবল হতে চায় যে,
শাসক আর প্রশাসক ।
শাসন এবং প্রশাসনে
এত বেশি লাভ যে !
সবই থাকে হাতের মুঠোয় ,
যখন যেমন চায় সে ।
লাভের কাজে সবাই ছোটে,
ক্ষমতার ঝোঁক বেশি ।
গায়ের জোরে চাঁদও একদিন
হবে প্রতিবেশি ।
ইনোভেশন কেন লাগবে?
থাকতে গায়ে পেশি ।
এমনি করে আমরা হব
পরিপূর্ণ দেশি ।
২৬/০৮/২০২৩
টুটপাড়া , খুলনা

মন্তব্য করুন