Skip to content

চলে যাও আরও দূরে

মোমের শিখায় এতো প্রেম দেখেছো কি কোনোদিন
লাঞ্ছনার তীব্র প্রবাহে নিভিয়ে দিয়ে আলো
অন্ধকারে রাজত্ব করেছো ।
ভালোবাসার কাছে মাথা নত করে বলেছিলাম
বেদনার চেয়ে দাসত্ব ভালো ।
তবু যতটা প্রবঞ্চনা রেখে গেছো হৃদির গভীরে
আমি বলবো,তুমি চলে যাও আজ তারও দূরে ।
তোমার প্রত্যয় দেখেছি নিন্মগামী উদগ্ৰীব ঝর্ণার মত 
কোন পথ ভিজে গেছে তুমি দেখনি ।
তোমার চোখের ভেতর অন্ধকার,হারিয়ে ফেলেছো নীল
মোমের শিখায় এতো প্রেম দেখছো কি কোনোদিন ।

যত আলো আজ শরীরের বাইরে,
পাকা রাস্তার পাশে হাজারটা ল্যাম্পপোস্ট বসিয়েছে শাসক
তাই জ্যোনাকির প্রতিভা ভুলে গেছে শহর
আর উৎসবের কাছে হেরে গেছে শত নীরবতা ।
আমি সেই নীরবতা,
শত উৎসব থেকে ফিরে আসা কুহক তিমির ।
যতদূর পৃথিবীর বুকে সীমান্ত রেখা অস্পষ্ট
তুমি যাও আজ তারও দূরে ।
কোন সুরে কোকিল ডাকে বসন্ত দেখেনা 
দূরত্বের উষ্ণ প্রণয়,সুখে থাকার অভিনয়
আমাকে সুখের রাজত্ব দিয়েছে,
তুমি যাও তোমার সুখের রাজত্ব যতদূর গেছে ।
মেঘেদের মিলন প্রহর, আড়ালে সুনীল,
মোমের শিখায় এতো প্রেম দেখছো কি কোনোদিন ।

মন্তব্য করুন