Skip to content

চন্দননগর আমার শহর – অনির্বাণ

রূপালী রূপসী রূপক রজনী
রসের ভান্ডার তুমি নগর ,
প্রেম ও প্রীয়ম তুমি চন্দননগর ..
সৌন্দর্যময়ী সুনীল রচনা ,
কানায় কানায় তার রয়েছে বর্ননা ..
চন্দননগর মানেই তো ঐতিহ্যে ভেসে ওঠা ,
চন্দননগর মানেই ভাবি সাহিত্যে মাতোয়ারা।
চন্দননগর মানেই বুঝি অনেকটা মেলবন্ধন ,
নানা জাতি একমত মাতৃ ভঞ্জন ..

চন্দননগর মানেই মা জগদ্ধাএী,
ফটোকগোড়া বাগবাজার , তেমাথা , লালবাগানের মা এর হাতে গড়া মুখ ..
চন্দননগর মানেই,
এক নং প্লাটফর্মের দশ টাকার ঘুগনী
চন্দননগর মানেই স্টেশনের বাইরে অটো টোটোর লাইন …
চন্দননগর মানেই ডুপ্লেক্স কলেজ , আর কলেজের সোসাল.
চন্দননগর মানে কানাইলাল , নারীশিক্ষা , বঙ্গ বিদ্যালয় ,ঊষাঙ্গিনী ..
হয় না কোনো তুলনা..
চন্দননগর মানেই স্ট্রান্ড এ গাছের নীচে প্রেম আর বন্ধুদের ভিষণ আড্ডা ,
আর অনেক টা ঘোরাঘুরি হাত মিলিয়ে ..
চন্দননগর মানেই রাতে দিন , আলোর স্বপ্নে ভাসা।।
চন্দননগর মানেই সরস্বতী পূজায় স্ট্রান্ডে ছেলে মেয়ের ভিড় আর অনেকটা অনুষ্ঠান ..
চন্দননগর মানে জেটিতে দাড়িয়ে নিজের ছবি তোলা ,
আর কিছুটা ভালোবাসা।।
চন্দননগর মানে বিমলের লাল দই যেনো কৃষ্ণের ননি চুরি। চন্দননগর মানেই ২৫ শে ডিসেম্বরের বইমেলা ,
আর সবুজের অভিযান।।
চন্দননগর মানেই মৃত্যুঞ্জয়ের রসগোল্লায় হাত দেওয়া
, ব্রেড পনির আর ভেজ সিঙ্গারা নিয়ে খাওয়া।।
চন্দননগর মানেই মা বিশালক্ষী আর মা বোড়াইচন্ডীর প্রতিমা, জগন্নাথবাড়ির মন্দির , আর চন্দননগরের রথ।
শিল্পী বাবু পাল , শ্রীধরের আলোকসজ্জায় গর্বিত এই নগর ,
ঈশান পরেল এর জন্যেও গর্বিত এই শহর ..
চন্দননগর মানেই দূর্গা পূজায় বোস বাড়ি , যুগীপুকুরের মাতৃ আরাধনা ….
চন্দননগর মানেই মেরীরমাঠ , কুটীরমাঠের সকাল বিকেল ক্রিকেট ফুটবল ..
চন্দননগর মানেই জোসেফ কনভেন্ট আর সেন্ট এন্টনীর র মেয়েরা ..
চন্দননগর মানেই কুমোরপাড়া
ধারাপাড়ায় সেই বিখ্যাত মালের বাড়ি …
চন্দননগর মানেই শহিদ কানাইলাল দওের মামারবাড়ি, সূর্যমোদকের জলভরা আর পাতাল বাড়ি ,
চন্দননগর মানেই KMDA পার্ক ,
লক্ষ্মীগঞ্জ বাজারের নেই যে তার তুলনা …
চন্দননগর মানেই উড়াল পুল বাইকে উরে যাওয়া।।
আমার শহর তোমার শহর হয়না যে তার তুলনা।।
চন্দননগর মানেই জেনো মাধ্যমিকে প্রাপ্তিস্থানঃ,
চন্দননগর বললেই মুখটা , জলে ভরা ..
চন্দননগর মানেই কবি , কানাই বিনোদিনী
আর আমি রাই মাধুরীনি…
চন্দননগর মানেই আমার মায়ের মুখের ছায়া।।
কালো দেহে তাকাই আমি রাধার মায়ায় ..
চন্দননগর আমার শহর বংশীধারি রাই।
চন্দননগর আমার মনে কৃষ্ণ কানাই।।

মন্তব্য করুন