Skip to content

ঘূর্ণিঝড়

গ্ৰীষ্ম-তাপে উত্তেজিত তপ্ত রবিরশ্মি,
সাগরদুহিতা বরাবরই একটু ছিল দস্যি।
জন্ম হল গভীর মেঘের,গাভীর মত,
ঝড়ের সাথে প্রেম—
অথৈ জলের ঘূর্ণি পাকে
কুন্ডলীত হেম্ ।
ঝড়ের তো চালচুলো নেই,
বাউন্ডুলে স্বভাব,
মেঘকে নিয়ে ঘুরে বেড়ায়
ফুটো পয়সার নবাব।
বেঁকে বসল সাগর-রাজ,
ঝড়কে তার পছন্দ নয়—
মেঘ মানাবে আকাশ-বুকে,
ঝড়ের সাথে কি বিয়ে হয়!
কাঁদল মেঘ অনেক করে,
পাতল ঘর গগন-সাথে,
ঝড় এখন আকাশ-কুসুম
স্বপ্নে আসে গভীর রাতে।
ছেলে মেয়েও হল তাদের
নাম রাখল ভারী মিস্টি,
ছেলের নাম বজ্র দিল,
মেয়ের নাম বৃষ্টি।
ঝড় বেচারী পাগল হয়ে
মাতাল হয়ে গেল,
অনেক দূরে পালিয়ে গিয়ে,
পাহাড়ে সাধু হল।
যাওয়ার পথে “সুখে থেকো”,
করে দিল নষ্ট,
কাগজ-টিভির ছবিতে দেখবে
কতোও তার বুকে কষ্ট।

মন্তব্য করুন