Skip to content

ঘাস ফড়িং-২

॥পিঁপড়ার মত গুটি গুটি অক্ষরে
॥সন্ধ্যার সব নদী কালো কালো ট্রাঙ্কে
॥গোপনে তালাবন্দী

॥উপার্জনহীনভাবে দিনের পর দিন
॥খুঁজেছি চাঁদ
॥আকাশ থেকে অন্য আকাশ
॥বিপন্ন বিস্ময়ে

॥কুঁচো চিংড়ি খেয়ে গ্যাছে জোনাক
॥ওখানে ছিল না চাঁদ
॥আদিম সাপের মত ছড়ানো অন্ধকার
॥চাঁদ চলমান
॥হেঁটে গ্যাছে জাদুকরী রুমালের মতো
॥রক্তাক্ত পায়ে গোলাপের প্রলোভনে
॥মধ্যরাত্রে
॥আঁটকে গ্যাছে ছেঁড়াখোঁড়া রেল লাইনে
॥চাঁদ, কোন এক নিঃসঙ্গ ঘাস ফড়িং
॥এবং মুখোমুখি বসিবার একজন নাটোরের রমণী

॥পথ কি হারাইয়াছো,পথিক?
-স্বপ্নময় স্বপন©

মন্তব্য করুন