Skip to content

গতকাল রাত্রি – কবি মোহাম্মদ মকিজুর রহমান

  • by

গতকাল রাত্রির আকাশে চাঁদের আলোয়
দেখেছিলাম সেই মুখ, মনে পড়ে আজ!
সেই প্রিয়সির ছবি,ঝুলন্ত চাঁদে আঁকা ছিল
সমস্ত ভালবাসার কল্পকাহিনী অন্তরে।

আজ সারাদিন তাহারেই ভাবি আনমনে
আখি জল ঝরে,কোথায় হারিয়ে গেল সেই
সোনালী রাত্রি,খুজি সেই চেনা মুখ একাকি,
যাতনা বিরহ আকুল ব্যাকুল করি মিনতি।

গতকাল রাত্রির জাগারণ যত প্রেমিক পুরুষ,
তোমরা কি পেয়েছো আপন প্রিয়সির চুম্বন,
তোমাদের মনে প্রেম কি জাগে না?তোমরা
কি আগ্নি শিখার তাপ কি পাও না?বলি
যতটুকু ভালবাসা, তার থেকে অভিনয়
অনুতাপে আমার অন্তর পুড়ে যায়।

গতরাত্রির প্রেমিক খুজে দেখো প্রিয়াকে
তুমি কাঁদে না? কাঁদবো সেকথা ভাবছি
বিরহ প্রেমের কবিতা লেখি, আশ্রু জলে
বারেবারে মনে পড়ে গত কাল রাত্রির কাহিনি।

গতরাত্রির প্রিয়সির প্রথম চুম্বন একি শিহরণ,
মনের ভাবনায় এসে যায়,ভুলিতে না পারি
খুজি তারে নির্জনে,কোথায় হারিয়ে গেল
আশা মিটিলোনা,আমার -তৃষ্ণা রয়েই গেল,
তুমি নাই,বুকে ব্যাথার জোয়ার আসে বারেবারে!!!

মন্তব্য করুন