Skip to content

কোভিড ১৯

আমিও ঠিক সেই বাঙালি মুখ সাহসী
প্যান্ডেমিক এই শব্দ শুনেই সেঁটকে আছি,
যা তা ঘটুক বিশ্বজুড়ে মারকাটারি,
মুখ বাড়িয়ে ঘুলঘুলিতেই ঘাড়টা নাড়ি।
এসব রকম বদভ্যেস সেই জন্ম থেকেই,
ঘরের ভেতর ঘরের খোঁজে দিব্যি থাকি।
এখন তো আর বাইরে যাওয়ার বালাই নেই,
লকডাউনই ঘরকুনোদের সোনার কাঠি।

ঘুরছে কিছু বাউন্ডুলে পাড়ায় পাড়ায়
ফেরির মতো হাঁকছে জোরে কাদের কী চায়?
চালের বস্তা মাথায়,হাতে আলুর প্যাকেট,
চুইয়ে ঘাম গাল বরাবর কপাল থেকে ।
হাত বাড়ালো তেকাল বুড়ো হাফ ন্যাকেড।
খেঁদু কাকা এই নামেই পাড়ায় বিকোয়,
কেউ দেখেনি হাঁটুর নিচে পড়তে কাপড়।

আমি এখন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ খেলায় ডুবে,
ফেবু জুড়ে লাইক কমেন্ট মেঘ বরাবর;
দশ বছর আগের আমি কেমন ছিলাম,
কিংবা লড়াই গান্দা ফুল আর রতন কাহার।
আরে এসব লড়াই সোশ্যাল হওয়ার-আর্টিস্টিক।
যেমন ‘সাবুন সে’ হাত ঘসে যাই নিয়মমাফিক।
ঘষে ঘষে কোভিড তাড়াই ২০ সেকেন্ড
খাচ্ছি আমন্ড , ডেটল ধোলাই সব্জিপাতি,
ধুচ্ছি পাড়া, ধুচ্ছি শহর………………আর
খেঁদু কাকুর কমিটমেন্ট।।

মন্তব্য করুন