Skip to content

কে আমার তুই ? – মোনালিসা

অহর্নিশি উন্মাদময় স্বপ্ন তুই;
মাঝরাত্তিরে ঝিঁঝিঁ পোকার শব্দটাকে ছাপিয়ে দিয়ে
মোবাইলে বেজে ওঠা রিংটোন তুই ।
মনের মাঝে বৃষ্টি এলে ভরসা তুই,
মন খারাপের দিনগুলোতে সান্ত্বনা তুই;
অদ্ভুত এক মন মানেনা পাগলামি তুই,
ঘরময় তুই-তুই এক গন্ধ তুই ।
লেকের ধারে শিউরে ওঠা স্পর্শ তুই;
অচেনা সব আঙুলগুলো, হঠাৎ করে
নিজের লাগার মন্ত্র তুই;
হঠাৎ হঠাৎ অনুভূতিময় কল্পনা তুই ।
আমার মাঝের ক্ষতগুলোর প্রলেপ তুই ।।

কথা দিয়েও না রাখা এক কথা তুই,
আমার প্রতি উদাসীন তুই, অবহেলা তুই;
কেমন কেমন অভিমানে-
বুকের মাঝে কয়েকশো বুক যন্ত্রনাদের ফল্গুধারা,
আর চোখ দুটিতে অশ্রুধারার বিন্দুগুলোয়
জড়িয়ে থাকা কষ্ট তুই ।।

মন্তব্য করুন