Skip to content

কি নাম দেব

আকাশের বুকে তো দেখি নি,
তোর চোখে দেখেছিলাম,নিজের চাহনি!
কাগজে-কলমে তো লিখি নি,
তবে এই কাল্পিক সময় কেনো আসলো নাহি জানি!
অকল্প বেহালা আমার!
মিথ্যের সরদার!
মিথ্যে বলে জীবনের সব শিখা তুই জ্বালিয়ে দিলি!
হে বেঈমান!
মনের তিক্ততা নিয়ে বিষাক্ত আশীর্বাদ তোর প্রতি,
ভাল থাকিস,মিথ্যে কাঙালী!
কি পেলি বলে দিস,
হাজার স্রোতে সুখ পেলি তো,
আমি তো পারি নি!
সে পেরেছে তো?
নাহ রে! তিক্ততা না,
বিষাক্ত এ মনের কল্পতুলি!
নিছক আবেদন আমার,
ওরে পাষাণ! যাস না রে ভুলি!

1 thought on “কি নাম দেব”

মন্তব্য করুন