শহরের ছোট ঘরে করি বসবাস।
বিদ্যুতের উপরই ভরসা বারমাস।
গরমে জনজীবন খুবই অতিষ্ঠ ।
লোড শেডিং সকলকে করেছে পিষ্ট ।
খাজনাপাতি আমি সবই দিলাম ।
তবু যেন জমি আমার হয় যে নিলাম ।
ভ্যাট ট্যাক্স বিলপত্র সবই যদি দেই।
তবে কেন নাগরিক সুবিধাটা নেই?
কোন চোর চুরি করে নিয়ে গেছে সব?
কার কাছে আমি তার চাইব জবাব?
০২/০৮/২০২২