Skip to content

কান্নার কণ্ঠ

কান্নার কণ্ঠ
দালান জাহান

প্লাটফর্মে কান্নার-কণ্ঠ
প্রতিধ্বনিত হচ্ছে পৃথিবীর পথে পথে
ডানার পালক ছিঁড়ে ছিঁড়ে
সমুদ্রে ডোবে মরছে ঝাঁকে ঝাঁক ঈগল
বিপরীত স্রোতে অনুবাদ হচ্ছে
উদ্ভুত হ্যালোসিনেশন।

হুমড়ি খেয়ে দৌড়ে আসছে
হাজার হাজার স্টেশন
হুঁইসেলে হুঁইসেলে কেঁপে উঠেছে
পঞ্চবায়ু, ঊষসী বেদনা মাতা
তরঙ্গিত সমুদ্র জলে ভেসে যাচ্ছে
কম্পমান হৃদপিণ্ড হৃদ
আপ্লুত মানুষের আবেদনে
বাঁকা রেল লাইন আর ট্রেইনের মাঝখানে
চোখ লাল করে দাঁড়িয়ে আছে
প্রকম্পিত এক প্রশান্ত যুবক
তার চোখ কখনো মিথ্যে বলেনা।

দালান জাহান
সখিপুর
06/02/18

মন্তব্য করুন