Skip to content

করোনা

আজি বাচতে ঘরে থাকি
ঘরকে মোরা আপন করি।
আজি যদি না মোরা বাহির ত্যাগি
করোনাতে পরতে পারি মরতে পারি।
যদিও সকল সময় মৃত্যূ নয়
তবুও এটি ঘাতক রোগ
অল্প দিনে অধিক শোক।
আজি যতক মেলামেশা ততক রোক
এভাবেই তো বারছে শোক।
আজি কখনো যদি এই রুগীর কাছে যাও
রোগটি তবে আপন কও,সঙ্গে লও।
এই রোগে শুধু তুমি নও
তোমার কারন আপন ক্ষতি বারিয়ে দেও
যেন পরিবারে রোগের কতক ভাইরাস দেও।
ও ভাই যদিও ভাইরাস দেখা না যায়
তোবুও তাহা তো ঠেকানো যায়।
কারন ইহাতো আপন পায়ে,আপন বলে
আমার কাছে নাহি আসে
তুমিই তো যাও তাহার কাছে।
তাই সবার সনে নাহি মিশি
দুরেক থেকে ভাব করি।
আর অধিক সময় বাড়িতে থাকি
প্রয়োজনে সতর্কতায় বাইরে আসি।
মোদের সকল কিছু কিলিন রাখি
বেশি,বেশি হাত মুখটি যত্ন করি।
যেন বাইরে গেলে মাক্স পরি
চোখ,মুখ আর নাকটি যখন তখন নাহি ছুহি।
আসুন সবাই মিলে সতর্ক হই
লক -ডাউন আর কোয়ান্টাম মাইনা লই
আর সন্ধেহেতে পরিক্ষা লই।
ও ভাই যদিক মোরা নিয়ম মানি
চিন্তার তবে কিসের খনি।

2 thoughts on “করোনা”

মন্তব্য করুন