Skip to content

কবি প্রণাম – ভোলাদা

জাইনলি প্যালা?
দেখলম আজ সক্কাল বেলা
গাঁয়ের মাস্টর সাইকিল চইড়ে
লি আইসছে কি হাতে ধইরে!

আমি শুধাই পেন্নাম মাস্টর
উটা কি বটে?
মাস্টর বইললো মুচকি হাইসে
ইটা রবি ঠাকুর বটে।

আমি বললি কুথায় পুজা?
পুজা! হা হা হা হা…
ক্যানে ইস্কুল ঘরে!
আইসবে গো খুঁড়া সময় কইরে।

তা আমি গেলি
টুকুন বেলাবেলি
দেখলি তা ঠাকুরই বটে!
লম্বা চুল আর দাঁড়ি কাঁচাপাকা
ফুল মালা ধূপ বাকী সব ফাঁকা
উয়ার নাকি পুজা নাই ঘটে!

দমে খুশি রে গাঁয়ের ছানাপুনা
যেন আইলো মকর বাদনা
নাচলো গাইলো বইললো কবিতা
সবই যেন আইমদের কথা
দুঃখ কষ্ট জ্বালা কান্না-হাসি মাখা
আর সবেই নাকি উয়ার লিখা?

দেইখে ওদের কার্যকলাপ
মনে মনে ভাবলি রে বাপ!
ইটা তো মনসা লয়, শীতলা লয়?
লয় কুনও গ্রাম দেবতা!
তবে উয়ার ছড়ায় গানে
শুধুই ক্যানে আমদের কথা?

মনটা আমার গেলো গইলে
যেন ধামসা মাদল তালে
উঠলো কাঁইপে ফুঁপায় ফুঁপায়
বুকের মাঝে তলে তলে।

ছুইটে গেলি কুলহির মুড়া
ফুইটে ছিলো কৃষ্ণচূড়া
পাইড়ে আইনে দিয়ে দিলি
ঐ ঠাকুরের চরণ তলে।

কাঁইদে কাঁইদে বললি
ঠাকুর আমকেও দয়া করো!
ছানারা গান ধইরলো
এ জীবন পূর্ণ করো… পূর্ণ করো।

মন্তব্য করুন