Home / নতুন কবি / কবিতার বনভূমি – ইশরাত তানিয়া

কবিতার বনভূমি – ইশরাত তানিয়া

কবিতার বই গুলো নত মুখে বসে আছে
বনের গাছ হয়ে-
কাঠবিড়ালীর গুটিকয় পদচ্ছাপ গাঁথা ভেজা মাটি
লতাগুল্ম শিকড়বাকড় আদিম গর্ভের বীজ যে বনের বাঁকে।
মন অমন কান্না কান্না করে একাকী বসে গাছ গুলো-
বৃষ্টিতে ঘেঁটে গেছে ধূলিময় পাতার কাজল
আকাশের বুকে মিলায় বাষ্পীভুত গাছের উত্তাপ।
তুমি সেখানে কোনদিনই ছিলে না।

কবিতার বই গুলো নত মুখে বসে আছে
চোখ তুলে পর্যন্ত তাকাচ্ছে না।

About কবিতা ককটেল

কবিতা ককটেল
কবিতা ককটেল বাংলা সাহিত্যের একটি অমূল্য সম্পদ। নবীন ও প্রবীণ সকল লেখকের লেখাই এখানে প্রকাশ করা হয়। ২০১৪ সনে আত্মপ্রকাশ করে কবিতা ককটেল সকলের প্রিয় হয়ে উঠেছে।

মন্তব্য করুন