Skip to content

কবিতার নাম উলঙ্গ উচ্চারণ দালান জাহান

কাঁদিনা বলেই,
ভেবোনা কাঁদতে জানিনা,
কতটুকু কান্না জানো
বুকের গভীরে লুকিয়ে ঘুমোয়
যদি খুলে দেই সেই অশ্রুনদী
হয়তো ভেসে যাবে
পাপে পূর্ণ পৃথিবীর প্রিয় যমুনা।
কাঁদিনা বলেই ভেবোনা
কাঁদতে জানিনা
আমিতো চিৎকার করেই কাঁদতে চাই
লতায় লতায় পাতায় পাতায়
বলে যেতে চাই
বঞ্চিত মানুষের লাঞ্ছিত হাহাকার
ভয়ঙ্কর বিষে ভরা ভয়
আকাশ পাতাল মর্মভেদী উলঙ্গ উচ্চারণ
দ্রোহী মাটির ধ্রুপদী ইতিহাস বেদনা।

কাঁদিনা বলেই
ভেবোনা কাঁদতে জানিনা
আসলে আমার কান্নার জলে
মেঘে মেঘে ঘর্ষণ
বর্ষণ হুঙ্কার, গর্জনে তর্জনী নাড়ায়
ধপাস ধপাস বজ্রপাত
সঞ্চিত কষ্টের ধূমায়িত ফেনা।

দালান জাহান
সখিপুর

মন্তব্য করুন