Skip to content

কবিতা:ছোঁয়াচে

কারো কাছে আমি জীবিত
কারো বা কাছে মৃত—-
কারো কাছে আমি সত্যি
কারো বা কাছে গল্প,

কেউ ভাবে আমি কথা
কেউ ভাবে আমি স্বপ্ন—
কেউ দায় পরে ভাবে কাব্য
কারো কাছে কল্পনা।

অসলটা আজও কি——
আমার কাছেও অস্পষ্ট—
শুধু জানি এক নাম
জীবন মানেই কষ্ট,

কারো কাছে আমি পাতা
ঝরে যাই বসন্তে—
কারো কাছে বাসি ফুল
দেবতা চায় না জানতে,

আমি জানি আমি কি—-
নাম হীন এক আয়না—
বারে বারে খালি করে
কবিতা লেখার বায়না।

সেটাই আমার সত্যি
কল্পনা থেকে কবিতা—
যোগ্যতা নিয়ে সওয়াল
সময় বলবে কথা,

ডাক নাম গুলো চেনা
শুধু অতীত জুড়ে বাঁচে—
চেনা নাম কবিতা
সেটা হোক ছোঁয়াচে।

মন্তব্য করুন