Skip to content

কফিন

  • by

মনে পড়ে তুমি শেষ কবে এসেছিলে?
একাদশীতে কাঁচ দোমড়ানো চাঁদ,
পায়ের নীচে মৃদু ছিলো তার আলো …

আর আজকে পেলে মৃত্যুর সংবাদ।

হাজারখানা বাজ পড়েছিল কানে শুনে?
মনে হয়েছিল এ কার অভিসম্পাত?
চোখের সামনে আঁধার ঘনিয়ে এসে
সমূলে কি কেউ করেছিল উৎখাত?

আমারতো ছিল একটাই ফরমাশ-
ভালবাসা থাক দুটো আত্মায় মিশে;
সেটাও পারোনি সংবিধানের জোড়ে,
তাই নিলাম বিদায় অনাদায়ী কুর্নিশে।

শেষ যাত্রায় পাশে যদি নিজে থাকো
উঠে আসে যদি বিদায় জানানো হাত;
ভুলে যাবো কেউ মুখ ফিরিয়েছিল,
মেনে নেবো সব অন্যায় অপবাদ I

চোখ থেকে জল না ছিটিয়েই কেঁদো,
গোলাপের কটা শুকনো পাপড়ি ছিঁড়ে
ছড়িয়ে দিয়ো, শান্ত যেখানে বুক—

ভালবাসা রেখো কফিনে যত্ন করে।

মন্তব্য করুন