Skip to content

কঙ্কাল: অদেখা ভবিষ্যৎ

  • by

জীবনে হঠাৎ উত্থাপিত আশা গুলো আজ কোথায় হারালো,
মনের মধ্যে জিঘাংসার তাণ্ডবে সফেন সমুদ্র ঘোরালো,
কতকিছু ভাবনা চিন্তায় আজ অস্থির সৌজন্য ,
নিশিদিন নীলপদ্মে মনের বৃত্ত বড়ই শুন্য ।।

যে যার মতো করে সামনের পথ দেখছে,
এইভাবেই জীবনের কঙ্কাল সবার সামনে ঝুলছে—
আমিও ভাবছি পথ খুঁজব,
অন্তর্বর্তী শূন্যতা সবার সামনে নগ্ন করবো।।

শৈশবের মুগ্ধতা, কৈশোরের কৌতূহল আজ অতিক্রান্ত,
যৌবনের মায়াবী উপবনে পেয়েছি ল্যাভেন্ডারের সুবাস,
এই মধ্যগগনে র প্রবল দাবদাহে জীবনের নির্যাস পরিব্যাপ্ত,
ভবিষ্যতের কঙ্কাল ঝুলছে নিয়ে মধ্য বয়সের নির্যাস।।

মন্তব্য করুন