Home / নতুন কবি / এমনভাবে যেতে নেই – ইশরাত তানিয়া

এমনভাবে যেতে নেই – ইশরাত তানিয়া

আমাকে যেতে হয় লাবণ্যের একদিন আকাশের নিচে
এক চিলতে দুখের কাছে একটুখানি নদী হয়ে,
সন্ধ্যার আলুথালু বেশবাস ভবঘুরে বাতাসের ভিতরে
যেতে আমার ভাললাগে জারুলের বেগুনী জড়িয়ে,
কিন্তু, এমনভাবে যেতে নেই-

ঠিক চাঁদ নই তবুও কোন এক চৈতালি রাতে অপ্রয়োজনে,
নিমিষে ছিন্নভিন্ন ঢেউয়ের আঘাতে, তবু আমি না গিয়ে পারিনা
বানভাসি ছায়া হয়ে চলে যাই মগ্ননীল যমুনার জলে-
কিন্তু, এমনভাবে যেতে নেই-

সুখের লোকালয় ছেড়ে অসংখ্যবার জড়িয়েছি নিজেকে শিকড়ে,
পাতার আনাচে কানাচে অস্থির স্নায়ু কালক্রমে নম্র হয়ে রয়
আমাকে যেতে হয়, নইলে যে পরিত্রাণ নেই!
অসময়ে অরণ্যে লতা-গুল্ম-বৃক্ষের সাথে হেঁটে যাই,
কিন্তু, এমনভাবে যেতে নেই-

জানি, এমনভাবে যেতে হয় না।

About কবিতা ককটেল

কবিতা ককটেল
কবিতা ককটেল বাংলা সাহিত্যের একটি অমূল্য সম্পদ। নবীন ও প্রবীণ সকল লেখকের লেখাই এখানে প্রকাশ করা হয়। ২০১৪ সনে আত্মপ্রকাশ করে কবিতা ককটেল সকলের প্রিয় হয়ে উঠেছে।

মন্তব্য করুন