Skip to content

এক মুঠো আনন্দ

আনন্দ কোথায় পাব , খুঁজছে মানুষ
এখানে সেখানে , ভিড়ে-প্রান্তরে
যেন লুকিয়ে আছে কোনোখানে !
সে যে একটা মুঠোতেও থাকতে পারে,
খুশীতে উচ্ছল হতে পারে , চাইলে
মন থেকে মনে মিশে যেতে পারে,
বাতাসের বুদবুদে, কর্পূরের গন্ধ,
এনে দেয় চোখের কোনে জলবিন্দু,
সাড়া পরে যায় শাল পিয়ালের বনে;
সেই আনন্দ নিয়ে শিশুর জন্ম হয়,
ছড়িয়ে দিতে পৃথিবীর অমৃত;
সব দুঃখ মুছে যেতে পারে একদিন,
যদি বুঝে নিতে পারি শিশুর মন,
খুলে দেয় বন্ধ মুঠো নির্দিধায়,
বিশ্বাস করে সে, আমাদের প্রতিজ্ঞায়।

মন্তব্য করুন