Skip to content

এক বৃষ্টি বন্ধুত্ব -তূর্য অমিত

পাবো কি তোমার বন্ধুত্ব?
দেখো আজ আর একটুও মেঘ নেই ৷
গাছেরা নবধারায় স্নান শেষে,
সবুজের বালুচুরি পরে আছে ৷
নকশীকাথায় ঘুমোতে যাবে,
রোদমাখা বিকেল ৷
পাবো কি তোমার বন্ধুত্ব ?
আজ সন্ধ্যারা ফিকে রংয়ে মোড়া,
ফেলে দেওয়া মুড়ি মুড়কির ঠোঙগা ৷
বুকে তার অতৃপ্তির দীর্ঘশ্বাস ৷৷
তোমার বাড়ির উঠোনে;
ঝিঙ্গেডগায় হলুদ ফুল হয়ে;
পাবো কি তোমার বন্ধুত্ব?
সিরিয়ার তপ্ত বালুর মরু থেকে;
হিমাদ্রী মেঘালয় হয়ে আল্পস পর্বতে ;
রাজস্থান থেকে গঙ্গা নর্মদা হয়ে ;
দ্বিগ্বীদিক ঘুরেছি তোমার খোঁজে ৷
তুমি তখন চুপটি করে বসে ছিলে,
তোমার বাড়ির শুকনো মাচায় ৷
যেই দেখা হলো, অমনি একগাল খিলখিলিয়ে হেসে প্রশ্ন করলে –
তুমি কি আমার বন্ধু হবে?
অমনি কোথা থেকে একঝাঁক লাল রঙের বৃষ্টি এসে ভিজিয়ে দিলো ৷
বৃষ্টিকে বললাম -ও বৃষ্টি, তুমি কোথায় ছিলে ?
অমনি বৃষ্টি দুগাল ফুলিয়ে বললো –
রোদের বাড়ি বিয়ে ছিলো, কেনো তোমায় যাবার ক্ষনে ডেকেছিলাম, মনে নেই গো!
যাক ওসব এখন বেশ পুরনো, বেশ পুরনো ৷ তুমি বুঝি এখন কবি? শোনাও তবে কবিতাখানি, দুচার লাইন ৷
আমি বললাম, মনের কোনের দরজাখানি,
একটু খুলে হাত বাড়িয়ে, এইতো দেখো আমি আছি ৷
বড্ড তোমায় ভালোবাসি ৷৷
তবু আজও মধু মাসে, মেঘলা বিকেল অট্টহাসে ,তোমার সাড়া নেই ৷৷
নিজের মাঝে খুজে ফিরি, পথ হারানোর খেই ৷৷

মন্তব্য করুন