Skip to content

একুশে – প্রভাত মণ্ডল

  • by

২১শে মানে
বরকত গনির
রক্তে ভেজা বাংলার ইতিহাস।
২১শে মানে
বিশ্ব দরবারে
বাংলা ভাষার ব​হিঃপ্রকাশ।
২১শে মানে
শিহরণ করা
বাংলার ভাষা আন্দোলন।
২১শে মানে
দুরন্ত দুর্দম
টাইফুন, ঘূর্নি, সাইক্লোন।
২১শে মানে
হারতে না জানা
বাঙ্গালীর আত্মবলিদান।
২১শে মানে
নীরবতা নয়
ইনক্লাব বিদ্রোহের আগুন।
২১শে মানে
দিতে পারি রক্ত
হলে বাংলা ভাষার অপমান।
২১শে মানে
শুধু বাংলা,বাংলা
বাংলা ভাষার জয়গান।

মন্তব্য করুন