Skip to content

একটি বিচার বাকী // মল্লিকা রায়

কাব্য হয়েছে যাবতীয় বোধাবোধ
ফেস্টুনে বেঁধা নারী
লেলিন কিংবা গুয়েভারা বল কাদের
ঐ বিজাতীয় তরবারি ?
বিশ্বাসে মিশে গরল স্বদেশ গোলাম
তবে কি অবিশ্বাস
শূলে বেধা ঐ নারীর অর্ধ আকাশ
আজো যে দীর্ঘশ্বাস ?
রসনার নারী লেবেলে নেচেছে
শট্ কত কায়দার
তোমার আঙুলে পিশাচী রক্তে
ক্ষমতার দরবার।
চিনিনা ভজনা মানিনা পুজার
তন্ত্রে শমন নাচ
চন্নমৃত্তে অরুচী ধরেছে বেদীতে
ভোগের লাশ।
তুমি আছ তাই পৌরুষ চোখে
বেঁধে রাখে ভেদাভেদ
সিঁড়িতে জবাই কামের রক্তে
নারীদের সংবেদ।
অতলে পাথর পাঁকের আঁধারে
শট্ হাতে শয়তান
লেলিন তুমি কি বিচার পেয়েছ
কাঠুয়ার আরাকান?

মন্তব্য করুন