Skip to content

এই পিচ্চি

গল্প: এই পিচ্চি
লেখা: Orpita Oyshorjo
অনেক দিন পর এক বান্ধুবির সাথে চা খেতে গেলাম
রাস্তার পাশে এই চায়ের দোকান টা বেশ জনপ্রিয় প্রায় প্রায় আমি আর আমার বান্ধুবি নীলা এইখানে চা খেতে আসি ।
দোকানদার মামাও আমাদের বেশ পরিচিত , আজও ক্লাস শেষ করে এই চায়ের দোকানে চা খেতে আসলাম 😊
চায়ের দোকানে আজ নতুন একটা ছেলে কাজে এসেছে তার বাবার শরীল খারাপ তাই ও আজ এসেছে না আসলে হয়তো আজ তাদের না খেয়ে থাকতে হতো 😐
তবে ছেলেটার বয়স অনেক কম
আর আমাদের কাছেও ইয়াসিন ছেলেটা বেশ নতুন ।
হঠাত লক্ষ্য করলাম আমাদের ডিপারমেন্ট এর রাসেল স্যার সেখানে এসে ছেলেটাকে উদ্দেশ্য করে বল্লো ” এই পিচ্চি এক কাপ চা দিয়ে যা ” চা আনতেই স্যার বলে উঠলো ” যা এইখান থেকে চেয়ে চেয়ে কি দেখছিস ।
আমি আর নীলা স্যারের এই ব্যবহারে অনেকটাই অবাক হলাম °
নীলা আমাকে লক্ষ্য করে বলল ” দেখেছিস রাসেল স্যার বাচ্চা ছেলেটার সাথে কেমন ব্যবহার করল ”
তখন আমি বললাম ” এই বাচ্চাটা জীবনে অনেক তিক্ত অভিঙ্গতা নিয়ে একদিন বড় হবে দেখিস , এই সমাজে আমাদের মত কিছু মানুষদের প্রতি একটা ঘৃনা কাজ করবে 😐
ইয়াসিন যখন স্যারের কাছে চায়ের দাম নিতে গেলো আর না বুঝে একটু বেশি চেয়ে ফেললো তখন স্যার ওকে ধমক দিয়ে বললো ” এই বয়সে চুরি করা শিখছোস”।
তখন ইয়াসিনের চোখে বিন্দু বিন্দু জল 😢
আমি আর চুপ থাকতে পারলাম না , স্যারের সামনে গিয়ে স্যারকে উদ্দেশ্য করে বললাম ” স্যরি স্যার আমি কি এখানে বসতে পারি । স্যার মাথা নাড়ল , আমি চেয়ারে বসে ইয়াসিন কে উদ্দেশ্য করে বললাম ” এই যে বাবু শোন তো ।” স্যার অনেকটাই অবাক হলো 😯
সাথে ইয়াসিনও খুব অবাক হয়ে কাছে আসলো
” তোমার নাম কি ?”
এই পযায়ে ছেলেটা হেঁসে দেয় , নরম করে নামটা বললো ইয়াসিন ।
ইয়াসিন তিন কাপ চা নিয়ে আস তো , বিশ্বাস করুন ছেলেটা খুশি মনে চা আনতে যায় যেন আপন জন তার কাছে চা খেতে চেয়েছে ❤
লক্ষ্য করলাম স্যার আমার দিকে তাকিয়ে হাসলো আর সেখান থেকে চলে গেলো হয়তো স্যার তার ভুল বুঝতে পেরেছে 😌

Notes: পিচ্চি বা ছোটু নয় বাচ্চাদের সম্মান দিতে শিখুন মনে রাখবেন :

☆☆ { We Count By Changes And Event Within Us . Not By Years } ☆☆
_____ Charles Dickens ❤❤

মন্তব্য করুন