Skip to content

উড়ো মন মনশহরের খামে

  • by

অবাধ্যতার খুশির হাওয়ায় উড়ছে মন
আপন শুধু আপন জন
মনের মলাট খুলছে আকাশ বাঁধছে আকাশ
পথ কেবলই ডাকছে খামে
মনশহরের উড়ো মনে

ভাবনাগুলো মেলছে পাতা মেলছে সবুজ প্রাণ
দিগ্বিদিকে তোমার গোলাপ হাসছে খুলে পাঁপড়ি ফুলে
নেই ঠিকানা নেইকো সাকিন
তোমার ছায়ায় বটের ছায়া
উড়ুক আকাশ নীল নধরে জীবন খাতার হাট বাজারে

এই তো জীবন এই তো মন
শহর জুড়ে ড্রয়িং আঁকা শরীর যেমন
স্থির শরীরে নীরব ভাষায় বলছে কথা অনর্গল

মন্তব্য করুন