Skip to content

উপাসনা – – – প্রশান্ত মণ্ডল

উপাসনা
প্রশান্ত মণ্ডল

তুমি প্রতিবাদ করতে পার না
আমি প্রতিবাদ করতে পারি না,
ভাষা হীন, রুদ্ধ বাক—–!
আলস্যে অকর্মন্যতা – —–নির্বাক থেকে নির্বোধ —!
স্বপ্নে স্বাধীনতা—-! অবাধ বিচরণ—-!
এও নাকি শ্রেণী সংগ্রাম – – – -!
প্রবচন কিম্বা নীতি কথা – – – ওয়াক থু–!
বিচারে শ্রেষ্ঠত্ব – – – -!
দীর্ঘসুত্রতা একটি নিয়ম —!
সমান্তরাল চোরা বালি – – -!
অর্থ হীন কমিউন্যাল – কিম্বা কমিউনিস্ট – -!
তেমন ই একটি শব্দ নিরপেক্ষতা – – -!

জন্ম নিয়ন্ত্রণ এক স্বপ্ন বিলাস——!
আইনের ওপারে নিয়ন্ত্রণ – – –
বুলেট একটি শব্দ – -!
আমরা স্বাধীন – -? না– পরাধীন – – -?
সত্যের অপলাপ – – প্রতিবাদ করা বারণ – -!
শুধুই কামসুত্র উপাসনা করো!
===0===

মন্তব্য করুন