Skip to content

ই‌তি আক্রান্ত ‘‌সে‌লি‌বে‌সি’ — যাহ‌রিন নাজাহ্ জুম

অ‌নেক হ‌য়ে‌ছে এই ভাল থাকার অ‌ভিনয়,
ভাল না বে‌সেও নিরন্তর মেশা‌মে‌শি,
অনাহূত হ‌য়েও সহা‌স্য আলাপন,
প্র‌য়োজ‌নে কা‌রো প্র‌য়োজনীয় হ‌য়ে,
অপ্র‌য়োজ‌নে চির বিসর্জন।

আ‌মিও তো মানুষ, নয় তো দেবী বা দানবী,
মন ব‌লে কিছুটা এখনও রয়ে‌ছে বা‌কি,
আমারও তো সাধ জা‌গে,
কা‌রো গা‌নে ক‌লি হ‌য়ে,
‌প্রেমময়ী প্রতীক্ষিত হ‌য়ে,
হই কা‌রো সন্ধ্যার মেঘমালা,
অথবা কা‌রো গ‌ল্পে না‌য়িকা ।

অ‌নেক হয়ে‌ছে ফাঁ‌কি,
কষ্ট ভুল‌তে আশী‌বিষ পান,
আ‌মি চাই‌নি এ প্র‌তি‌শোধীয় বু‌মেরাং,
‌আত্ম আমার হাহাকার ক‌রে,
‌কি ত‌বে ভু‌লে‌রে বিদায় জা‌নি‌য়ে,
নতুন ভু‌লে‌তে অবগাহন।

আ‌মি বিনা‌দো‌ষে সহমর‌ণে হ‌য়ে‌ছি শয়ান,
‌সে তো বিধাতার অপলাম,
এ যে আমার তীব্র ঘৃণায় নি‌জে‌রে ব‌লিদান,
এ কি কর‌ছি আ‌মি ?
আ‌ফিম ছা‌ড়িয়া সুরাপান নয়,
‌হেমলক ছা‌ড়িয়া বিষপান।

আ‌মি শা‌ন্তি পাই‌নি, না এক‌বিন্দু স্ব‌স্তি,
‌নি‌জে‌রে নি‌জেই হারা‌য়ে ফে‌লে‌ছি,
আরও হহীন কোন চোরাপ‌থে,
আ‌মি নি‌জেও জা‌নি না ,
এ কি অ‌গ্নিকুণ্ড,
না নর‌কের উদ্যান ।

অ‌নেক হ‌য়ে‌ছে প্রেমহীন প্রণ‌য়ের,
অ‌নেক হ‌য়ে‌ছে স্বেচ্ছাচা‌রি‌তের দুঃশাসন,
এবার নাহয় থাকুক প্রাণ একটু নিরব‌ধি।
‌যে একা ,‌সেই একাই আ‌ছি,
‌কি‌সের ত‌বে এই মুখ্যভ্রা‌ন্তি,
‌প্রেমহীন কামা‌পেক্ষা নীচতর না‌হি কিছু,
বু‌ঝি বিধাতার বি‌ধিধা‌মে ।

‌দিলাম টে‌নে ই‌তি,
এই স্ব‌স্তিহীন বিভ্রা‌ন্তি,
আসুক নাই আসুক,
‌হে অমর‌ত্বের ‘সে‌লি‌বে‌সি’ ।

মন্তব্য করুন