Skip to content

ইচ্ছে করে আরো ভালোবাসি তাকে

সত্যি বলতে ভুল আমারও হয়,
ভুল বলতে কিছু ইচ্ছে তোমায় ছোঁয়ার,
ভুল বলতে একটু সময় তোমায় কাছে পাওয়ার ।

সত্যি বলতে ভুল করো না তুমি।
হালকা ছোঁয়ায় ঠিক সরিয়ে দাও দূরে,
হালকা কোথায় উড়িয়ে দিতে পারো সবটুকু আশা ।

তোমার কাছে কিচ্ছু নয় আমার কাছে ভুল,
ভুল জমে আজ ব্যথার পাহাড়,
বুকে ফেটে যার শিখর বেরোয়,
গড়িয়ে পরে নদী ।

তোমার বিরুদ্ধে অভিমান জমেছে অনেক
অথচ বলতে গেলে লিখতে গেলে
সমস্তটা ভুল হয়ে যায় ,

মনে হয় ,যা হবার তাত হয়েই গেছে
শেষ মেশ বলা লেখা হয় না কিছুই
ডাইরির পাতা শূন্য পরে থাকে ।

অভিমান ভুলে
গোলাপ উঁকি দেয় ডাইরির ফাঁকে
মন বলে ,ভুল করেছে যে ,
ইচ্ছে করে আরো ভালোবাসি তাকে ।।

~প্রশান্ত মন্ডল

মন্তব্য করুন