Skip to content

আশা

এসেছে নতুন দিন ,
হয়নি জীবন হীন,
হোক তারই আহ্বান ।

নবীনের প্রাতে,
সুবাসের সাথে,
হোক না সবই স্ম্লান।

জীবনের দ্বারে ,
ছিন্ন তারে ,
গাহো জীবনের জয়গান।

সময় স্রোতের টানে ,
নিয়ে যায় কোনখানে,
কোন সে অজানা স্থান।

খুঁজে যাওয়া দিন ,
হল যে মলীন,
মনের ওই আঙিনায়।

রাত্রি সেইখানে ,
থমকে দিন আনে,
আশা-নিরাশায়।

ভুলে যেতে চায় তারে ,
দুঃখ ব্যাথীত ভারে,
শান্তির কামনায়।

চিত্রিত মোর ,
বাস্তবের ঘোর ,
এভাবেই কেটে যায়।।

মন্তব্য করুন