Skip to content

আমি যেতে চেয়েছিলাম – সৌরভ সরকার

আমি যেতে চেয়েছিলাম ভেসে ভেসে
মেঘ হয়ে–উত্তর আকাশ হতে দক্ষিণে,
খরা-প্রবণ গাঁয়ের উপর বৃষ্টি হয়ে।

আমি যেতে চেয়েছিলাম উড়ে উড়ে
ডানা মেলে– ডুয়ার্স পেরিয়ে কুঞ্জ বনে,
যেথা সবুজে আগুন লেগেছে অরণ্য-প্রান্তয়ে।

আমি যেতে চেয়েছিলাম পাড়ি দিতে
সপ্তসিন্ধু–মেঘলা দিনের খেয়ালি গানে
বানে ভেসে যাওয়া অসহায় মানুষকে নিয়ে।

যাদের একটু বাঁচাতে এক পশলার দরকার ছিল,
কিন্তু এখন তাঁরা নদীগর্ভের বানে ভেসে যাচ্ছে।

মন্তব্য করুন