Skip to content

আমি কবি বেখেয়ালি বোহিমিয়ান

আমি কবি বেখেয়ালি বোহিমিয়ান
– অবিরুদ্ধ মাহমুদ
সাবাই যেমন যুগ-বিয়োগের হিসাব মেনেই চালায় জীবন,
আমি তো ভাই নই যে এমন!
আমি কবি; কেমন জানি বেখেয়ালি, বোহিমিয়ান
হঠাৎ কেমন মেঘ বিলাসী
পরক্ষণেই রোদের কাঙ্গাল, রোদ পোহাতে ব্যস্ত থাকি
সুখের ভেতর বিষণ্ণতার স্বপ্ন আঁখি
মেঘের বুকে আকাশ নীলে বিষাদের সেই বীজ বুনে যাই
মাঝে মাঝেই আমি কেমন বিরহী মন একলা সাজাই।।

যদিও আমার সবই আছে!
চাঁদের পরী, ঘর ভরা সব প্রজাপতি,
মাঝে মাঝে তবু আমি বেখেয়ালি
ঘরের লক্ষ্মী পায়ে ঠেলি
অলীক প্রেমে গাঁজার নেশায় বুঁদ হয়ে যাই;
জীবন সে তো নদীর মতোই দিক চিনে কি চলে রে ভাই?
আমিও তেমন মাঝে মাঝেই মাতাল সাজি
পথ ছেড়ে বিপথে যাই দিক হারাই নৌকার মাঝি।।

এইতো জীবন, আমার জীবন!
উদাস কবি, বন্য পাখি
আমি কি আর যোগ-বিয়োগের হিসাব রাখি?
কাজ ছেড়ে সেই অকাজেতেই বেশী আমি ব্যস্ত থাকি।।

I am the poet behemoth bohemian

– Obiruddah Mahmoud

Everyone lives according to the calculations of time and place,
I am not a brother!
I am a poet; How do I know careless, bohemian
Suddenly the clouds are luxurious
Immediately after the sun is poor, the sun is busy
Dreams of sadness in happiness
I sowed the seeds of sadness in the blue sky of the clouds
Sometimes I arrange a detached mind alone ..

Although I have everything!
The moon fairy, all the butterflies in the house,
Sometimes I am careless
Lakshmi pushed the legs of the house
I became addicted to cannabis in illusory love;
Does he know the direction of life like a river, brother?
I also get drunk from time to time
The boatman lost his way when he left the path.

This is life, my life!
Bored poet, wild bird
Do I keep track of addition and subtraction?
Leaving work, I am more busy with that nonsense.

মন্তব্য করুন