Skip to content

আমি অনিয়ম – হিমেল কবি

জানি,আমি জানি;
আমি জানি-
হে মাতৃ ব”
অনুভুতির জগতে
ফতুর আমি।

জানি,আমি;
অধম,অনিয়ম;ধিক্কিত-নিঃকৃষ্ট
অভিশপ্ত-
এক নীল কীট;
পৃথীবির!

আমি ত্রাস,আমি
মহাভয়-
ত্রাসের তাড়নে;
বিশ্বজনে হিতকামি।

আমি ধৃস্ট জীব-
নরকের রঙ্গন পিয়াসুক।

জানি তব যত-
আমি এক অনিয়ম;
মম উদ্যতো কালো হাত
নিখিল-আখিল ব্যাপিয়া-
উত্তারিল আহা,
তারি রথ লয়ে যায় মাতা
বীনাপানি;
তবু নরকের প্রায় হে:
বিশ্বজনে মানে মুখে
অনিয়ম আমি?
এ অভিশপ্ত নগরীর।

মন্তব্য করুন