Skip to content

আমার পাঠশালা

প্রথম পাঠশালা আমার
জে কে মডেল যে তার নাম
এখান থেকে শিক্ষা নিয়ে হয়েছে
অনেক জ্ঞানী গুনী
সরকারী বেসরকারী কর্মকর্তা
আরো হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার
স্কুল যে ভাল এটাই তার প্রমান।

হেড স্যার ছিলেন মোমিন ঊল্যা
ছিলেন খুবই আল্লাহ ওয়ালা,
ইংরেজিটা পড়াতেন আমাদের জয়নাল স্যার
গনিত করাতেন শুধু শাহ আলম স্যার,
হাসেম স্যারের গলা ছিল একটু ভারী
স্যারদেরকে ভুলিতে নাহি পারি।

বাংলার ম্যাডাম আমেনা আপা
পড়াতেন গল্প কবিতা ছড়া
নুরনাহার ম্যাডাম দিতেন অনেক জ্ঞান
পড়াতেন সমাজ বিজ্ঞান,
ছিলেন সহিদারা ম্যাডাম আর ফাতেমা ম্যাডাম
যতন করে পড়াতেন মায়েরই মতন,
ভোলা যাবে না কখনো স্যার ম্যাডামদের
শ্রদ্ধা ভরে স্বরন করি যে তাদের।

সহপাঠীদের কথা মনে পড়ে বেশ
খেলাধুলা আর হই হুল্লোয় কেটেছে দিন বেশ,
খেলার মাঠে খেলেছি অনেক খেলা
এ যেন ছিল সহপাঠীদেরই মিলন মেলা।

সহপাঠীদের আড্ডায়
ছিল কি যে সুখ
টিফিন পিরিয়ডে সবাই মিলে
কিনে খেতাম চারআনার চনাবুট।

এখনো মনে পড়ে
সেই দিন গুলির কথা,
বুলিতে কি পারি আজো
সেই পাঠশালার কথা।।

মন্তব্য করুন