Skip to content

আমার জায়গা নেই কোথাও – নীলুফা বেগম

  • by

আমার জায়গা নেই কোথাও
এক রত্তি স্নেহ আর আদর পাওয়ার লোভে
নিজের দেশ ছেড়ে এসেছিলাম পরবাসে
দুহাত দিয়ে বাবার গলা জরিয়ে ধরবো বলে
পাড়ি জমিয়েছিলাম আলো ঝলমল ভিন দেশে
বিধাতার একি খেলা
শক্ত হাতে ধরলো বাবা আমারই গলা

প্রতিনিয়ত গোলা বারুদের কোলাহল থেকে
নিজেকে বাচানোর জন্য নৌকায় দিয়েছিলাম পা
সেই নৌকায় হারাতে হল নিজের জীবনটা
আমদের মত মৃত শিশুর শরীর দিয়ে
ক্ষুধার্ত শকুন তাই উদর পুর্ন করে

এক টুকরো রুটি আর মাথার উপর
একটা ছাদ পাওয়ার প্রয়োজনে
রিফুজি ক্যাম্প হয়ে ছিল আমার নিবাস
মরণ ব্যধি কেঁড়ে নিল আমার নিঃশাস

আজ আর আমাকে বাচতে দেয় না কেউ
এক মুঠো ভাত একটি নতুন পোশাক
একটা নিরাপদ জীবন একটু স্নেহ
একবার সোনামনি বলে ডাকা
কোলাহল মুখর ব্যস্ত শহরের কৃত্রিমতা
ফিরিয়ে দেয় না মায়ের আঁচলে মুখ ঢাকা

এই জগতের কাছে আজ আমরা শুধুই জঞ্জাল
মৃত্যুর মাঝে তাই হয়ে যাই এক একটা কঙ্কাল

অক্টোবর ২৫, ২০১৭।

মন্তব্য করুন