Skip to content

আমার এক আমি— জুম যাহরিন নাজাহ

আজ অদ্ভূত এক অনুভূতি হচ্ছে,
যা হয়নি বিগত মাস ছয়েক আগেও;
শূন্যতাকে নূতন করে জানার
আর নিজেকে নূতন করে চেনার,
আমি বোধহয় ভুলেই গেছিলাম
যে, অঅমার মাঝেও এক অঅমি আছে।
যে অঅমি কেবল আমাকেই খোঁজে,
কী দিনে, কী রাতে,
কী ব্যস্তসমস্ত সব কাজের মাঝে;
কি ঝগড়া মুখর দিনগুলিতে।

এমনকি আমায় যখন বিনা দোষে আশ্লিষ্ট হতে হয়,
তীব্র বকুনি বা অপমানের লালে
একটা ছাড়পত্র সাইন করে দিতে হয়;
ঠিক তখনও সে আমাকেই খোঁজে।

আমার আপনের চেয়েও সে আপন,
প্রাণের চেয়েও প্রিয়।
আমি তাকে দেথখও দেখি না।
বা হয়ত দেখলেই রাগ হয়;
সেই তীব্র রাগগুলো ফুচট ওঠে,
আমার শিরা-উপশিরা।
বিনা দোষে দোষী হবার ক্রোধ।
তাও আমি তাকে চিনতে পারি।
আমার শরীরেই তার বসবাস।
আমার সাথেই তার সহবাস।
আমার এই আমিতেই আমার অভ্যাস

2 thoughts on “আমার এক আমি— জুম যাহরিন নাজাহ”

  1. hm sharif

    শূন্যতাকে আক্রে ধরে উড়ে যাই মহা শূন্যে
    সেই নীল দিগন্তের নিস্তব্ধতায়
    তৈরি করে নেই এক পোষ্পোদ্যান
    যেখানে তোমার অবয়বে
    ফুটে ঙঠে একটি গোলাপ
    আমি আলতু ভাবে আসহায় আশ্রয় নেই তাতে
    চলে কথোপকথন তোমাতে আমাতে ………

    ……………….শোভ কামনা থাকল

মন্তব্য করুন