Skip to content

আমরা নির্লজ্জ মুসলমান

আমরা নির্লজ্জ মুসলমান
———————-এস আই তানভী

ঈদের পরে অনেকে চাক্ষুস সাক্ষাতে
জানতে চেয়েছিলো “ঈদ” কেমন হলো ?
নির্লজ্জের মতো বলেছিলাম “ভালো” ।
আড়াল হলেই প্রশ্ন জাগে
কী করে বললাম “ভালো” !
যখন আমার দেশের মা বাবাগণ
সন্তানদের নতুন পোষাক কিনায় ব্যস্ত,
তখন গাজা’য় সন্তানদের লাশ দাফনের প্রস্তুতি ।
যখন আমাদের তরুণীরা মন প্রাণ শপে দিল
বাহারি রঙ্গের “পাখি” জামায়,
তখন গাজার তরুণীদের অঙ্গ সাদা কাফনে সজ্জিত ।
যখন আমাদের সোনামণিদের হাতে
মেহেদীর রঙ্গে অঙ্কিত হাজারো আলপনা,
তখন গাজা’র শিশুদের রক্তে
একটা স্বাধীন মানচিত্রের নকশার কাজ চলে ।
ঈদের নামাজ শেষে যখন আমরা
বাপ ভাইয়ের সাথে কোলাকুলি করি,
তখন গাজা’র সন্তানেরা বাপ ভাইয়ের
কবরের কাছে দাড়িয়ে অশ্রু ফেলে ।
যখন ফ্রান্সের এক আইনজীবী ইসরাইলের বিরুদ্ধে
জেনেভায় মানবতা বিরোধীর মামলা করে,
তখনো আমরা নির্লজ্জ মুসলমান ।
যুদ্ধবিরতীর আহ্বান করে গোল টেবিলে বসে
পরমানন্দে হাওয়া খাই…….
গাজার অধিবাসীরা যে আমাদের কেউ নয় ।
—————-
০৪/০৮/১৪ইং

মন্তব্য করুন