Skip to content

আন্দোলনের শ্লীলতাহানি

অশ্লীলতার নামে আন্দোলন হয়-
যখন কোনো কলেজের সামনে নারী ভাস্কর্য শোভা পায়,
যখন কোনো কবি নির্দ্বিধায় প্রকাশ করে দ্যান আদিরসের আদিমতম সত্যতা।
যখন কোনো নারী তার “প্রভু”র অবিচারে ভয় হারায়
বা
যখন সালু কাপড়ের পট্টি সরিয়ে রহিমারা আকাশের সূর্য দেখতে শেখে।

তবে, অন্ডকোষের পূর্ণাঙ্গ ক্ষমতার প্রকাশে
আন্দোলন হয় না যখন তা হওয়া উচিত-
ম্যানিফেস্টোগুলো পুড়ে যায় নুসরতের বোরকার সাথে সাথে-
উড়ে যায় ছাই কিংবা ধূলো হয়ে
যেন এর কোনো প্রয়োজনের বালাই নেই।

ভিঞ্চি গর্দভের চোখে ক্রুশ বেধে দিয়েছি,
এবারে দেখবো শালা কি করে পাপের মোনালিসা আঁকে!

গ্যালিলিও আহাম্মকটার টেলিস্কোপ ভেঙে দিয়েছি,
এবারে দেখবো শালা কি করে সূর্যের আলোয় অন্ধ হয়ে ওঠে!

মন্তব্য করুন