Skip to content

আখ্যান – আবিদ খান হৃদয়।

জীর্ণ আখ্যান নবাবিষ্কৃত হয়ে
দৃষ্টিগোচর হয়েছে,
কালাতিক্রমে কতই না আখ্যান
জ্বলে পুড়ে ভস্ম হয়েছে;
তীব্র চাওয়া ছিলো যেথায়
সেথায় আজ শুধুই বালুচর।
হাটার পথ যেখানে মসৃণ ছিলো
সেখানে শুধুই ক্ষতবিক্ষত দাগ,
কুয়ার পানিপথ বন্ধ হয়েছে বহু আগে
নদীর জল শুকিয়ে খাঁ খাঁ;
কাকের চোখে অন্ধত্বের বাস হয়েছে
আবার জোয়ার আসবে তীব্রতর হয়।

মন্তব্য করুন