Skip to content

আকাশ

আকাশ
– অবিরুদ্ধ মাহমুদ
আকাশের শরীর জুড়ে কেউই আজ বিছিয়ে দেয় নি রংধনু মাদুর…
আকাশের আজ ভিষণ মন খারাপ!
আজ আকাশের হৃদয়ের দুঃখগুলো কালো মেঘের ভেতর
ছড়িয়েই যাচ্ছে বারবার;
মাঝে মাঝে নীল বিষের দহনে নীল হয়ে যাচ্ছে সমস্ত শরীর।।

হে আকাশ
শুনেছি তোমার পাঁজরের শত রক্তক্ষরণেও তুমি
গোধূলি আলোর ভিতর ঠোঁটের কিনারে ম্লান হাসি টুকু জিইয়ে রাখ,
শুনেছি যাযাবর কান্নায় তোমার ঘুম ভেঙে গেলে
বৃষ্টিতে ভিজিয়ে দাও সমস্ত পৃথিবী…

আচ্ছা আকাশ! তোমার হৃদয়ের এত বিশালতা তুমি কোথায় পেলে?
হে আকাশ! শত আঘাতেও তোমার বিশালতার মতো
আমাদের আত্মাকেও তুমি বিশাল হতে শেখাবে?

মন্তব্য করুন