Skip to content

অস্পৃশ্য প্রেম — নীল অঞ্জন

তোমার আঙুল স্পর্শ, সুখ, যেখানেই খুঁজে পাই
সেখানেই জেগে ওঠে আমার শরীর৷
তোমার টোল পড়া নিটোল হাসি তুমি যেখানেই
তুলে রাখো অথবা বাজাও জলতরঙ্গ;
আমিও কান পাতি, তুলে নেই সবুজ জল-ভারে
নত মেঘ, আর হৃদয়ে কবোষ্ণ বিদ্যুৎ,
ঘরে ফিরি অথবা না, চলে যাই অরণ্যের খোঁজে
সবুজের বন্দনায় ছুঁয়ে যাই শূণ্যতাকে।

তুমি যেখানেই রাখো হাত, আর পা থেকে খুলে
রূপোর নূপুর, কন্ঠের ভিটে থেকে চন্দ্রহার,
সেখানেই হৃদয়ে আমার বেজে ওঠে যুগল শরদ
জল তরঙ্গের বাটিতে অন্তর্লীন ভিজে প্রেম;

তুমি যেখানে রাখো জলজ দৃষ্টি আমি সেখানেই
চুপিচুপি মিষ্টি গন্ধের বকুল রেখে যাই,
যেখানেই রাখো কুঞ্চিত ঠোঁট, পাঁজর মেলে দেই
প্রগাঢ় তৃষ্ণায় শীতল ঘ্রাণ, সিক্ত চুম্বন;
তোমার ওই’ কাজল চোখের তারায় রেখে যাই,
আলতো প্রেম, চৈত্রে কোকিলের ডাক।
তোমাকে দেই রাণীর সম্মান, নিজেকে অনাদর,
ভালবাসার ঝুলিতে কিছু ভিক্ষার দান!

পর ভেবে আঙুলের ইশারায় আমাকে ফেরালে,
আমি অজান্তেই কিছু কাছে চলে আসি
রাবণের স্বর্ণ রথ ছেড়ে, পথে দ্বৈরথে এসে বসি;
তোমারই প্রতীক্ষায় শীতে, জড়সড় হয়ে
তুমি যেখানেই রাখো হাত, অথবা দৃষ্টি ফেরাও,
আমার অবিবেচক আমি থাকি সেখানেই৷
আমি যেখানেই রৌদ্র ছুঁতে চাই, মেঘে ঢেকে যায়
খাঁ খাঁ, বিরান শূন্য আমি, তুমি জানো না!

টীকা: শরদ – সরোদ

2 thoughts on “অস্পৃশ্য প্রেম — নীল অঞ্জন”

  1. Nillkontho Anjan

    কবিতাটি আপলোডের সময় যারা জানেন না তাদের জন্য ‘শরদ’ শব্দটি যে আসলে ‘সরোদ’ টীকা হিসেবে জানাতে গিয়ে ভুলবশত ‘টিকা’ উল্লেখ করেছি। আমি আপনাদের অ্যাপস থেকে সরাসরি আপলোড করেছি এক্ষেত্রে এডিটের পদ্ধতি টি জানা না থাকায় ভুল সংশোধন করা সম্ভব হয়ে উঠছে না। এই পেজের অ্যাডমিনরা যদিও কেউ তা জানান কৃতজ্ঞ থাকবো।

মন্তব্য করুন