Skip to content

অস্তিত্বের আদ্যোপান্ত – অষ্টম আদিত্য সরকার

এখনো ঠি ক তোমায় ভাবি রাত কেটে যায় দিনও কাটে
কোন জোয়ারে ভেসে গেছো লাভ ও লোভের খেলাচ্ছলে
তোমায় ঠিক ভুলে যায়নি এখনো আছে সমান প্রনয়
তুমি ঠিক ভুলেই গেছো কিছুই তোমার নিজস্ব নয়।

এখনো ঠিক প্রতীক্ষাতে চোখ ভেসে যায় নোনাজলে
এখনো ঠিক ক ভরসা পেলে আসতে পারি প্রবল টানে
আসতে পারি রাতদুপুরে বাঁধন হারা কাঁপন তোলে
আলিঙ্গনে স্পর্শ নিবো অস্ত দিঘির নিবিড় পাড়ে।

এখনো ঠিক মাঝে মাঝে স্বপ্নে আসো স্বপ্নে যাও চলে
স্বপ্ন ভেঙে গেলে পরে পোড়াও স্মৃতির ধূপ চন্দনে।

মন্তব্য করুন