Skip to content

অসভ্যতা

তোমার জন্য-তোমারই জন্য
গাইতাম একদিন গান
সঙ্গম শেষে মধ্যরাতেও
আকুলিত তখন প্রাণ।

তোমার জন্য-তোমারই জন্য
ঘাড় অবধি দীর্ঘ চুল
তখনও হয়নি মনে জীবন মানে
পাতায় পাতায় ভুল।

তোমার জন্য-তোমারই জন্য
এখনো বসে ভাবি একা
গোধূলি বেলায় আর কোনদিন
হয় যদি ফের দেখা!

আলতো পরশে শিহরণ জাগাবো
ঘাড়ে পিঠে নাভিমূলে
কর্ণ লতিকায় পরাবো তোমার
ঝুমকা জবার ফুলে।

১৭ জুন/২০১৯
পুরানা পল্টন, ঢাকা

মন্তব্য করুন