Skip to content

অভিমান

  • by

চোখে অভিমান বুকে পিছুটান,
দুজনাতে আজ বড় ব্যবধান।
এলোমেলো ঝড়ে মরুর প্রান্তে দাঁড়িয়ে আমি,
স্মৃতির জলে ভিজি, জানি না কোথায় তুমি!
তুমিহীনা আজ সুখের সীমানা যায় না দেখা,
বিষন্ন সময়গুলো আজ লাগে খুব একা একা।

নাহয় কিছু ভুল ছিলো আমার,
একটুও কি ছিলো না তোমার?
দেখলে শুধু অভিমানের পাহাড়,
দেখোনি ভেতরে কি আছে তাঁর!

ছোট ছোট ভুল শুধরানো যেতো,
অযথা বুক জুড়ে হতো না ক্ষত!
বাড়তো না অভিযোগ এতো,
যদি মনটা তোমার নরম হতো।

মন্তব্য করুন