Skip to content

অভিনব-অভিনয়//-সুবীর মণ্ডল

অনেক পাপের পরিতাপের বিষম বোঝা
মনে ঘৃনামিশ্রিত ক্রোধের হিমালয় দোলা
শৈল প্রপাতের ঠাণ্ডা ছুরির দন্তাঘাত
মগজ জুড়ে বিবেকের বিকার প্রলাপ
নিত্যবাহিত সময় করে হাহাকার
ভুলে ভরা সমুদ্রে মরীচিকার পথ ভোলা
অশান্ত দুনিয়ার আলোর খেলায়
মেতেছে সবাই আপন নেশায়।
সকল মাঝে অভিনয় আর অভিনয়
আজ কেন মনে হয় আমায় বড়ই বেমানান!

মন্তব্য করুন