Home / কবিতা / অপরাধ – কবি মোহাম্মদ মকিজুর রহমান

অপরাধ – কবি মোহাম্মদ মকিজুর রহমান

নিজের অপরাধে আমি অপরাধী
হয়তো আমার প্রথম ভুল
জীবনে আজ লেগেছে কলঙ্কের কালি
হারিয়েছি আপন প্রিয়সির মন।
অভিনয় ছিলনা শুধু প্রেম
করি আজ বিদ্রোহ ধিক্কার
প্রেমের পরাস্ত সৈনিক আমি
মেনে নিয়েছি সমস্ত পরাজয়
তোমার কোন দায় নেই, ছিল
আমার ছিল এক সুনীল শপথ
বুকের রক্ত মিশে আছে সমস্ত
জীবনের দুঃখ সুখের যত গ্লানি
মনে যত যন্ত্রনার ঝড় বয়ে যায়
দুঃখ গুলো গুলির মতো এসে
আজ মোর বুকে বিঁধে রয়,
যন্ত্রনার উত্তাপে পুড়ে যায় মন
আমার দুটি তীব্র তীক্ষ ডানা মেলে
উড়ে যাই বহুদুরে প্রন্তর জুড়ে
ভালবাসা মানেনা কোন সিমানা
হৃদয় থাকে একান্ত গভীর নির্জনে
মার্জনা কর মোর সকল অপরাধ
বারবার চেষ্টা করি ভালবাসতে
হয়তো প্রিয়সির মনে জন্মবে
আবার নতুন ভালবাসা।

About mokizur rahman

mokizur rahman

মন্তব্য করুন