Skip to content

অন্ধ জোনাকি

অন্ধ জোনাকি
শুধু ভালোবাসা শামুকে প্রাচির হলে গভীর হয় না প্রেম
মুখোমুখি বসে আছে তরঙ্গ সংকেত
অন্ধ জোনাকির কাছে দিক্ষা নিয়েছি দু হাত
নিস্তব্দতার প্রদিপ জ্বালিয়ে দিয়েছি দুরন্ত বাতাসে
আঁধারে সাজাবো দৃশ্রের প্রহর
যা হবার হবে
যা খুশি ভাবুক লোকে, বয়স উচ্ছন্যে যত দূর যাক
আজ নিষেধের বারণ উড়াব লাটাই-ঘুড়িতে
তোমাকে একাকি মেঘে আকাশ ছোঁয়াব
ঠোঁটে মেখে নেব নিবিড় বৃষ্টির রঙ
তুমি পাশে থাক আর না থাক না ফিরে ডাকো
গলিত লাভার বীজ পুষে রাখি আদম্য গভিরে
কেউ না জানুক কেউ না শুনুক
তবু কেউতো জানুক এতোকাল হৃদয়ের তহবিলে কাকে রেখেছি জমিয়ে
কারে ভেঙ্গে চুরে ব্যথা করেছি উত্তাল
এনেছি সমুদ্রে চোখের অনল
দিয়েছি বিদায় ব্যথিত শ্রাবন
শুধু হৃদয় পোড়ালে গভীর হয় না ভালোবাসা কারো
দীর্ঘ ক্লান্ত একলা ঝড়ের পাড়ে কেবলি হৃদয় বিস্মৃতি পড়তে জানে
আজ শুধু ভালোবাসা নিয়ে ঘর সাজাব উজানে
তৃষিত বিরহ ছাড়া কে আছে আমার নিরব যন্তনা
কে আছে আমার আর অমর শান্তনা

মন্তব্য করুন