Home / কবিতা / অন্তর্হিত দীপশিখা – আব্দুল মান্নান মল্লিক

অন্তর্হিত দীপশিখা – আব্দুল মান্নান মল্লিক

অন্তর্হিত দীপশিখা

আব্দুল মান্নান মল্লিক

বাজবেনা কোনদিন আর প্রনালীর রাগিণী,
গাইবেনা কেউ আর তোমাদের জীবনী।
সারেগামা গেয়ে গেছে ধ্বনিত হারমনি,
অন্তরে বাজে আজও মনোযোগে শুনি।
ভাওয়াইয়া ভাটিয়ালী আরও পল্লীগীতি,
গেয়ে গেলে মেঠো সুর রেখে দিলে স্মৃতি।
বাতাসের গতি থামে বন্ধ হয় জলস্রোত,
ভুলে গেছে তোমাদের বর্তমানের জগত।
মরাতে বলেছে কথা তোমাদের গান শুনে,
সংগীতে বেজেছে গাছ পড়ে আজও মনে।
ধারাবাহিক সুর ছিল সেদিনের সেই গানে,
সৃতি শুধু রেখে গেছ রয়েছে বেদনা মনে।
ঢোল বাজতো বক্ষ মাঝে বাঁশির সুর কানে,
তান কুরাকুর নাকুর নাকুর তারও ছিল মানে।
ধিতাং ধিতাং তাং তাং ছিল তবলার বল,
এক টাকাতে একটা পটল বলে গেছে ঢোল।
অধুনা এই বাদ্যযন্ত্রে হারিয়ে যায় গান,
বেসুরো রাগিণীর তাল জ্বালা করে কান।
ঝগড়ার অপধ্বনি ধ্বনিত অধুনার গান,
রূপান্তর হয়ে গেছে পাতাল আসমান।
অপেক্ষায় চেয়ে থাক ভবিষ্যৎ যে আছে,
চিরদিনের সঙ্গী অতীত বর্তমানের কাছে।

About abdul mannan mollick

abdul mannan mollick

মন্তব্য করুন