Skip to content

অনুরনন -তূর্য অমিত

আমি দেখেছিলাম তারে!
এক শ্রাবনের বাদলঘন দিনে,
তার হরিন নয়ন,দীঘল চুলের গন্ধ ভেসে আসে ৷
তখন জুই শাখাতে ফুটেছিলো অযুত লক্ষ ফুল ৷
বরষা বাদল ঝরে ঝরে পূর্ন নদীর কুল ৷
তার ঠোটের কোনের কালো তিলে, হাজার দিনের শূন্যতা ৷
জড়িয়ে বুকে পেয়েছিলাম, এক হৃদয় পূর্নতা ৷৷
কইলো কথা ওমনি করে, বাজলো বাশি তারই সুরে,
মেঘের কাজল চোখে দিলাম, গজমতির হার ৷
হঠাৎ বুঝি মেঘ চেঁচালো, বুকটা দরদর ৷৷
তেমন আজি সন্ধে নামে, সাঁঝের বেলায় শঙ্খ বাজে ; বকুল ঝরে রয় ৷
ভেজা রাতে ঝিঝি পোকা তোমার কথা কয় ৷৷
রাত পোহালো বাদল গেলো, ভাঙবে আলোর কূল ৷
ঝরা স্মৃতি ফুটবেনা না আর হয়ে কদম ফুল ৷৷

মন্তব্য করুন